সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খুলনা নগরীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শরীফ (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। শরীফ পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। তিনি খুলনার সোনাডাঙ্গা থানার ছোট বয়রা এলাকার আব্দুল গফফারের ছেলে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ছোট বয়রা বিশ্বাস ক্লিনিকের পাশে একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর মা জানান, শরীফ নিজের মায়ের অসুস্থতার কথা বলে মোবাইল ফোনে তার মেয়েকে ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। ওই সময় বাড়িতে আর কেউ ছিল না। ওই কিশোরী সেখানে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে শরীফ। পরবর্তীতে তাকে এ ঘটনা ফাঁস না করার হুমকিও দেওয়া হয়। পরে ওই তরুণী বাসায় ফিরে তার মাকে এ ঘটনা জানালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়াডে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এ বিষয়ে কেএমপির সোনাডাঙ্গা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনা সম্পর্কে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ