সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের লালপুরে একটি টিনের ছাপড়া ঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে শাহানারা বেগম নামে এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহতের ৮ বছরের মেয়ে মায়েশা খাতুন ও বৃদ্ধা মা ইয়াতুল বেগম।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার দুরদুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহানারা বেগম নওপাড়া গ্রামের মৃত রমজান আলীর মেয়ে।
লালপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক ছাব্বির আহমেদ ও নিহতের প্রতিবেশি আনোয়ার হোসেন জানান, শাহানারা বেগম তার মা ও মেয়েকে নিয়ে নদীর ধারে টিন সেডের একটি ঘরে বসবাস করেন। বুদ্ধি প্রতিবন্ধি হওয়ায় প্রতিবেশিদের সহযোগিতায় তার সংসার চলে। রাতে তারা খাওয়া শেষে ঘরে কেরোসিনের কুপি বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। পরে তাদের ঘরে আগুন জ্বলতে দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং এলাকাবাসী আগুন নিভাতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় শিশু সহ দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং একজনের মরদেহ উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে রাতে কুপি বাতির আগুন থেকে ঘরের পাটকাঠির বেড়ায় ধরে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে।
এফএইচ