সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বারেকের টিলায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শামীম আহমেদ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার মেয়েটির বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। তার এক বান্ধবী আছে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় গ্রামে। মেয়েটি সেখানে যাওয়া আসা করত। সেখানে মেয়েটির বান্ধবীর ভাই হৃদয় আহমদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার মেয়েটি বান্ধবীর বাড়িতে গেলে হৃদয় আহমদ তাকে বেড়ানোর কথা বলে জেলার তাহিরপুর উপজেলার বারেকের টিলায় নিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে হৃদয়ের আরও দুই বন্ধু ছিলেন। ফেরার সময় টিলার নির্জন স্থানে তিনজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে। এরপর রাতে মোটরসাইকেলে করে তাকে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকায় ফেলে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এ ঘনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার শামীম আহমদকে আটক করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাজিম উদ্দিন জানান, তারা আটক শামীমকে জিজ্ঞাসাবাদ করছেন। মেয়েটিও থানায় আছে। থানায় এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
এফএইচ