সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত জামায়াত ফেনী জেলা শাখা ফেনী শহরে এক আনন্দ মিছিল বের করেছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ সৈয়দ হযরত আমির উদ্দিন পাগলা মিয়া (রহ.) মাজার শরীফে মিলাদ, কিয়াম, মুনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। মিছিলপূর্ব বক্তব্য রাখেন জসনে জুলুস উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার খোন্দকার নজরুল ইসলাম, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মহি উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জাকের হোসাইন চৌধুরী, মাওলানা সিরাজ উল্লাহ, মাওলানা আতিক উল্লাহ ফারুকী, মাওলানা নুর হোসাইন, মুফতী ফয়েজ উল্লাহ আল কাদেরী, মাওলানা সৈয়দ রেজাউল করিম সোহেল,মাওলানা হেদায়েত উল্লাহ রানা, মাহমুদুল আলম টিপু, ইসলামী ছাত্রসেনা জেলা সভাপতি এবি ছিদ্দিক প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ফেনী জেলা সভাপতি আল্লামা এমএ মনসুর মোল্লা।
এইউ