সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি হাসপাতালে ডেঙ্গু টেস্ট করাতে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া, সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণসহ বেশ কয়েকটি অভিযোগে হাসপাতালটি সিলগালা ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকাস্থিত দ্বীপ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান এবং সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদাসহ পুলিশ অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, এ হাসপাতালটি ডেঙ্গু টেস্টে সরকার নির্ধারিত ফি ৩০০ টাকার পরিবর্তে সাধারণ রোগীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করছিল। এছাড়া সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণ, মেয়াদোর্ত্তীর্ণ রিএজেন্ট পাওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে হাসপাতালটি সিলগালা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
এইউ