সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়ায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি।
সমাবেশে সংসদ সদস্য রিপু বলেন, দেশের প্রতিটি অঙ্গনে আনসার সদস্যরা ভূমিকা রেখে চলেছে। বর্তমান সরকার নানা পদক্ষেপে এই বাহিনীকে সুসজ্জিত করেছে। শুধু পোশাক পরিবর্তনই নয় অন্যান্য বাহিনীর মতোই এই বাহিনীকে আজ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতোই গুরুত্বপূর্ণ বিভিন্ন আয়োজনকে নির্বিঘ্নে সম্পূর্ণ করতে বগুড়াসহ সারাদেশে আনসার সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ বিভিএম-সেবা। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দেশের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখার লক্ষ্যে আনসার সদস্যদের অনুপ্রাণিত করেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম।
আর বর্তমান সরকার আনসার বাহিনীতে কিভাবে আমূল ইতিবাচক পরিবর্তন এনেছে সমাবেশে সভাপতির বক্তব্যে সেটি তুলে ধরেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল মজিদ পিএএমএস, এনএসআই বগুড়ার উপ-পরিচালক এইচএম ফয়সাল আহমেদ, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ পারভেজ আকতার আহমেদ ও জয়পুরহাট জেলা আনসার, ভিডিপি কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা ও জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীন।
সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ আনসার সদস্যদের মাঝে পদক, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এইউ