সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঠাকুরগাঁওয়ে ড. এমএ ওয়াজেদ আলী ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশমুখে তিনভেট বিশিষ্ট কালভার্ট এবং সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, বিএনপি-জামায়াত লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে, আর আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে। তারই উদাহরণ ঠাকুরগাঁওয়ে ড. এমএ ওয়াজেদ আলী ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে। এই কলেজে জেলার শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা লেখাপড়া করে সুশিক্ষিত হবে। এর মাধ্যমে ঠাকুরগাঁও জেলার জীবনমানে উন্নয়ন ঘটবে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠনের জন্য দল ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
পরে ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের নির্বহী প্রকৌশলী মো. রফিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা আক্তার স্বপ্না প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়হানুল কবির।
উল্লেখ্য, সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে তিন কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে অবস্থিত ড. এমএ ওয়াজেদ আলী ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশমুখে তিনভেট বিশিষ্ট কালভার্ট এবং সংযোগ সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।
এইউ