সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরে হত্যা ও বিস্ফোরকসহ ৪টি মামলায় আদালতে হাজির না হওয়ায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন এই আদেশ দেন।
নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ ও জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আরিফুর রহমান বলেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি একাধিক মামলার আসামি। তাদের মামলাগুলো আদালতে চলমান। কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা দীর্ঘ দিন ধরেই আদালতে হাজির না হয়ে সময়ের প্রার্থনা করে আসছেন। এজন্য মামলা ধীর গতি হচ্ছে। আজ তাদের দুইজনের হত্যা, বিস্ফোরকসহ ৪টি মামলায় আদালতে হাজিরার নির্ধারিত দিন ধার্য ছিল। কিন্তু তারা আজও আদালতে উপস্থিত না হয়ে অসুস্থতার বিষয় উল্লেখ করে সময়ের প্রার্থনা করেন তার আইনজীবীর মাধ্যমে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সেই সময় প্রার্থনার বিরোধিতা করলে আদালতের বিচারক তাদের দুইজনের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন বলেন, তার মক্কেল রুহুল কুদ্দুস তালুকদার দুলু দীর্ঘ দিন ধরেই ক্যানসার রোগে আক্রান্ত। দেশে এবং বিদেশে বিভিন্ন সময় চিকিৎসা নিচ্ছেন তিনি। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবিও হাসপাতালে স্বামীর সেবায় পাশে রয়েছেন। তার চিকিৎসার সব কাগজপত্রসহ চিকিৎসকের সার্টিফিকেট আদালতে উপস্থাপন করে তাদের পক্ষে তিনি সময়ের প্রার্থনা জানান। কিন্তু বিচারক তা আমলে না নিয়ে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তারা উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
এইউ