সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের (৫২) মৃত্যুতে ফেনীতে আইনজীবী পরিষদের ব্যানারে প্রতিবাদ সভা করেছে জেলার আইনজীবীরা।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে ফেনী জেলা জজ আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রগতিশীল আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সমীর করের সভাপতিত্বে অ্যাডভোকেট সামসুদ্দিন মজুমদারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল বশর চৌধুরী, পার্থ পাল চৌধুরী, মাহফুজুল হক, নুরুল আফসার মুকুল, শহিদুল ইসলাম সেলিম, আবদুল মালেক ও শিপন বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রোলপাম্প এবং বিজি প্রেসের মাঝামাঝি সড়ক দিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন ভুবন চন্দ্র শীল। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন তিনি। তার মাথা ভেদ করে গুলি বেরিয়ে যায়। শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের করা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আহত হন ভুবন।
এক সপ্তাহ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ধানমন্ডি পপুলার হাসপাতালে সোমবার সকালে মৃত্যুবরণ করেন ভুবন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীর বিচার দাবি করেন।
এইউ