সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরে পৌর যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শহরের কান্দিভিটা এলাকায় সাব-রেজিস্টার অফিসের সামনে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত বাপ্পী নাটোর জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নাজমুল শেখ বাপ্পী শহরের কান্দিভিটা এলাকায় সাব-রেজিস্টার অফিসের সামনে একটি চায়ের স্টলে বসে চা খাচ্ছিলেন। এ সময় ৫-৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে বাপ্পীর ওপর হামলা করে এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা যুবলীগের একাংশের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেছে।
এইউ