সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে দুটি কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে ও সন্ধ্যার পর দলীয় নেতারা কমিটির কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেন দায়িত্বশীল নেতারা।
২০২২ সালের ৩ ডিসেম্বর ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং মহানগর আওয়ামী লীগে সভাপতি হিসেবে সিটি মেয়র ইকরামুল হক টিটু ও মোহিত রহমান শান্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর পর দীর্ঘ ৯ মাস ২২ দিনের মাথায় সোমবার জেলা ও মহানগর শাখা কমিটি পূর্ণাঙ্গ করা হয়। জেলা আওয়ামী লীগের কমিটিতে ১১ জনকে সহ-সভাপতি, ৩ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদকসহ সম্পাদকীয় পদে ৩৯ জন, ৩৬ জন সাধারণ সদস্য এবং ২৭ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের কমিটিতে ১১ জনকে সহসভাপতিসহ ৩৯ জনকে সম্পাদকমণ্ডলী এবং ৩৬ জনকে সদস্য করা হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে ৩১ জনকে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু।
এইউ