সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আগামী নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অবনতি ঘটনার জন্য কোনো কোনো মহল চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে আনসার বাহিনী এবং বিজিবিকেও ভূমিকা রাখতে হবে। আমরা আশা করি আপনারা সেই ভূমিকা পালন করবেন বলে মন্তব্য করেছেন রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে রাঙামাটি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে জেলা আনসার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। মুখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক সাইফুল্লাহ রাসেল, বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যানট ফয়জুল বারী।
তিনি আরও বলেন, আমরা যারা সাধারণ নাগরিক আছি আমাদের ভূমিকা থাকবে, সমাজে যাতে শান্তি-শৃংখলা বিরাজ থাকে। যাতে করে এলাকার উন্নয়নও ত্বরান্বিত হয়।
দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামে পূর্বের তুলনায় চাঁদাবাজি, অপহরণ, গুম অনেকাংশে কমেছে। শতভাগ কমেছে আমরা বলব না। পাহাড়ে এই অপহরণ, গুম কম হওয়ার পেছনে আনসার-ভিডিপিরও ভূমিকা আছে।
সমাবশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. আজিম উদ্দিন, বরকলের হাজাছড়া ৭ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোল্লা আবু সাইদ, কাউখালীর ঘাগড়া ২৬ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. জহুরুল ইসলাম। সহকারী জেলা কমান্ড্যান্ট আব্দুল মোন্তাকিম।
সমাবেশে বক্তারা বলেন, শান্তিচুক্তির পরে সেনাবিাহিনী, পুলিশ ও বিজিবির সঙ্গে আনসার বাহিনীও একসঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নিবাচনে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য আনসার বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাহাড়ের শান্তি বজায় থাকলে এখানকার উন্নয়ন অব্যাহত থাকবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। সমাবেশে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩০০ জন সদস্য উপস্থিত ছিলেন। সমাবেশে আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।
এইউ