সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে শহরের ৩ হোটেল মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে দুই জন মিষ্টি ব্যবসায়ী এবং একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সানোয়ার মোর্শেদ শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় শহরের গোয়ালপট্টি মহল্লার দূর্গাচরণ মিষ্টান্ন ভাণ্ডার ও লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারে অবৈধভাবে ভেজাল খাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এসময় দূর্গাচরন মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার এবং লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজারসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে শহরের নবীনগর বাসস্ট্যান্ডের শ্রমিক হোটেলে অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকার দায়ে দুই হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতার জন্য পৌরসভার ফুড ইন্সপেক্টর মো. শাহজাদা ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এইউ