সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে শহরের কান্দিভিটা এলাকার একটি নির্মানাধীন গোডাউনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, কান্দিভিটা এলাকায় বিএনপি নেতা বাবুল চৌধুরী একটি গোডাউন নির্মাণের কাজ চলছে। দুপুরে ওই গোডাউনের ভেতরের একটি কক্ষের কোণায় অজ্ঞাত এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহতের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে পুলিশ। তবে ওই যুবতী কীভাবে এখানে এসেছে বা কীভাবে তার মৃত্যু হয়েছে বা কারা এর সঙ্গে জড়িত তা জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।
এইউ