দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সীমান্ত উপজেলা টেকনাফে এবার নাম না জানা মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদার বিল এলাকার সাহেদ নামের এক ব্যক্তির বাড়ি থেকে বিশেষ অভিযানে চালিয়ে ৭০০ গ্রাম নাম না জানা এসব মাদক উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নতুন মাদকের নাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাও জানে না। তবে প্রাথমিকভাবে হেরোইন বলে ধারণা করলেও ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান সরকারি এই প্রতিষ্ঠানের চট্টগ্রামের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল।
এদিকে মাদকের সাথে আসছে অস্ত্রও। সক্রিয় মাদক কারবারীরা মায়ানমার থেকে ইয়াবা, আইস ও নিত্য নতুন মাদকের সঙ্গে বহন করছে অস্ত্রও।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, ওই অভিযানে ইয়াবাসহ তিনটি বিদেশি পিস্তল, একটি রিভালবার, তিনটি ম্যাগজিন গুলি ও ১৪১টি গুলি উদ্ধার করা হয়।
অস্ত্র ব্যবসায়ীদের বিশাল একটি চক্র টেকনাফ থেকে এসব সংগ্রহ করে পরে বিভিন্ন স্থানে পাচার করে।
তবে অভিযানে এঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এফএইচ