সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় অভি রহমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিংগইন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত অভি ছাতারদিঘী ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে। তিনি সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ওই কলেজ ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, অভি তার বন্ধু মিমের সঙ্গে সিংড়া থেকে নাটোর শহরে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেয়। পথে নিংগইন এলাকায় বিপরীতদিকে থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক মিম ছিটকে রাস্তার পাশে পড়ে আহত হয়। কিন্তু অভি ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায়।
আহত মিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার পর জনগণ ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে। তবে এর চালক এবং চালকের সহকারী পালিয়ে গেছে। তিনি আরও জানান, চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
এফএইচ