সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরের বেনাপোলের ‘শীর্ষ চোরাকারবারি’ নাসির উদ্দীনকে (৪০) অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২৩ সেপ্টেম্বর) যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া মার্কেট এলাকায় দেশি-বিদেশি ৬টি অস্ত্র ও ১৯টি গুলিসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, অর্থ পাচারসহ বিভিন্ন আইনে থানায় ৩টি মামলা আছে। তিনি গোল্ড নাসির নামেও পরিচিত। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামে।
নাসির উদ্দিনের স্ত্রী বিলকিস খাতুনের দাবি, তার স্বামীকে শার্শার বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে অস্ত্র ও গুলি দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে র্যাব। তাদের দাবি, অস্ত্রগুলিসহ নাসিরকে হাতেনাতে ধরা হয়েছে। তিনি সীমান্তের শীর্ষ চোরাচালানি।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শার্শার বাগআঁচড়া হাইস্কুল মার্কেটের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা ও চোরাচালানের উদ্দেশে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার নাসির উদ্দীনকে আটক করে র্যাব। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১টি ওয়ান শুটারগান বন্দুক, ৩টি রিভলবার ও ১৯টি গুলি জব্দ করা হয়।
নাসির পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ৭-৮ বছর বয়স থেকে সীমান্তে মাদক ও সোনা চোরাচালানের কাজ শুরু করেন। পরবর্তী সময়ে নিজে চোরাকারবারি হয়ে ওঠেন। তার নিয়ন্ত্রণে মাদক ও অস্ত্র ব্যবসার একটি সিন্ডিকেট গড়ে তোলেন। চোরাকারবারি, মাদক ও অস্ত্র ব্যবসা থেকে অর্জিত অবৈধ টাকা আড়াল করার জন্য সীমান্তবর্তী এলাকায় একটি বড় গরুর খামার করেছেন। তিনি স্বল্প দামে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র কিনে অধিক দামে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন নাসিরের স্ত্রী বিলকিস খাতুন দাবি করেন, নাসির উদ্দীন একজন গরুর খামারি। গরু কেনাবেচার ব্যবসা করেন। গরু কেনার উদ্দেশে শনিবার সকালে তার সহকারী আল আমিনকে সঙ্গে নিয়ে বাগআঁচড়া সাতমাইল গরুর হাটে যান। মোটরসাইকেলে বাজারের অদূরে পৌঁছালে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি তাকে থামিয়ে একটি গাড়িতে তুলে নেন। স্থানীয় মুহিত পেট্রোল পাম্পে নিয়ে অনেকক্ষণ আটকে রাখার পর যশোর থেকে আসা র্যাবের গাড়িতে তোলা হয়। এ সময় তার কাছে অস্ত্রের একটি ব্যাগ দেওয়া হয়।
এ বিষয়ে র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, বেনাপোলের এই নাসির উদ্দীন শীর্ষ চোরাকারবারি। তিনি চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী ও সীমান্তে চোরাচালানী হিসেবে পরিচিত। র্যাবের অভিযানে তাকে দেশি-বিদেশি ৬টি অস্ত্র ও ১৯টি গুলিসহ হাতেনাতে ধরা হয়েছে। তার ম্যানেজার আল আমিন পলাতক আসামি। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাসিরের বিরুদ্ধে অস্ত্র, অর্থ পাচারসহ বিভিন্ন আইনে থানায় ৩টি মামলা আছে। তিনি আরও বলেন, নাসিরের পরিবারের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তার পরিবার কাল্পনিক অভিযোগ করছে।
এইউ