দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, ইমামদের সম্মান আমাদের সমাজে সবচেয়ে বেশি। ইমাম সাহেবরা হলেন এই সমাজের সবচেয়ে মর্যাদার মানুষ, আমাদের কথা না শুনলেও আপনাদের কথা সবাই শোনে। আপনারা সমাজের সর্বোচ্চ আসনে আসীন আছেন। আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের ভালোবাসি।
নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের করনীয় শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, আপনারা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে কথা বলবেন, সাধারণ মানুষকে সচেতন করবেন সাধারণ মানুষ আপনাদের কথা রাখেন। আমাদের জন্য দোয়া করবেন, ভুল হলে ক্ষমা করে দেবেন।
ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী, পুলিশ সুপার মোছা. সাদিরা খাতুন, পৌরমেয়র আঞ্জুমান আরা।
এসময় আরও বক্তব্য রাখেন নড়াইল ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর রশিদ, মাওলানা ওয়াকিউজ্জামান প্রমুখ। মসজিদের ইমাম-মুয়াজ্জিানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
এইউ