সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় আসাদ আলী নামের এক কৃষককে শিকলবন্দী করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় সুদ ব্যবসায়ী আব্দুল আজিজ হোসেনের বিরুদ্ধে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে কৃষক আসাদ আলীকে শিকলবন্দী করে রাখা হয়েছে উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের আব্দুল আজিজের নিজ বাড়ির বারান্দায়। কৃষক আসাদ আলী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামের বাসিন্দা।
শিকলবন্দী কৃষক আসাদ আলী ও স্থানীয়রা জানান, তিন বছর আগে আব্দুল আজিজের কাছ থেকে ৮০ হাজার টাকা সুদে ধার নেয়। এরপর দুই বছরে ২০ হাজার টাকা সুদ এবং আসল ৩০ হাজার টাকা পরিশোধ করেন আসাদ। বাকি ৫০ হাজার টাকা এ বছরের শুরুতে দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই একটি দুর্ঘটনায় অভাবগ্রস্ত হয়ে পড়েন আসাদ আলী। সে কারণে পাওনা ৫০ হাজার টাকা দিতে পারেননি তিনি।
শনিবার আব্দুল আজিজ ও তার বাবা আফজাল হোসেনসহ কয়েক জন আসাদের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। এরপর আব্দুল আজিজের বাড়ির বারান্দায় মাজায় শিকল দিয়ে বেঁধে রাখে তাকে। টাকা পরিশোধ করতে না পারলে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়।
আব্দুল আজিজ বলেন, অনেক দিন হলো পাওনা টাকা ফেরত চেয়েও সে টাকা দিতে পারেনি। এজন্য তাকে নিয়ে এসে শিকলবন্দী করে রাখা হয়েছে। যেন সে পালিয়ে যেতে না পারে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়ারুজ্জামান বলেন, থানায় এ ধরনের কোনো অভিযোগ কেউ করেনি। তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এইউ