সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ হারানো সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সার্কিট হাউজ মিলনায়তনে নিহত সাংবাদিকের স্ত্রী সন্তানকে তার ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন তিনি।
এসময় ভবিষ্যতে নিহত সাংবাদিকের পরিবারকে আরও সহায়তার ঘোষণা দেন তিনি। সাংবাদিকদের উদ্দেশে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, প্রকৃত ঘটনা উদঘাটন করে বস্তুনিষ্ট সংবাদ তারা তুলে ধরেন। রোদ-বৃষ্টি তাদের কাছে কিছুই না। সাংবাদিকরা পত্রিকায় লেখালেখির মাধ্যমেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। তাদেরকে কেউ অবহেলা করবেন না।
এসময় লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সমাজকল্যাণমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজানসহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত শনিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় পার্টির জেলা সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে আদিতমারী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক ইউনুস আলী।
এইউ