সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশের আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চলচিত্রকার ও লেখক খান আখতার হোসেন দাদু ভাইকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা গাঙচিল শাখা থেকে সংবর্ধনা দিয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলকাতার টালিগঞ্জের বাঁশদ্রোহী এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা শেষে গাঙচিলের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং দাদু ভাইয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
কলকাতা গাঙচিল সভাপতি কবি বরুণ চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পুলক রায়ের সঞ্চালনায় সংক্ষিপ্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্য কবি-সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ রায়, পার্থ প্রতীম রায়, নীহার রঞ্জন সাহা, মৌ সাহা, সোনম ঘোষ দস্তিদার, জবা, সুরজিৎ সিনহা প্রমুখ।
গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন দাদু ভাই জানান, সাত দিনের জন্য ভারতের দার্জিলিংয়ে, বাংলাদেশ, নেপাল ও ভুটানের চার দেশীয় সাহিত্য সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার কলকাতা পৌঁছান।
পরে সেখান থেকে দার্জিলিং যাওয়ার প্রক্কালে এ সংবর্ধনা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়।
এ সফরে চার দেশীয় বিশেশ করে দুই বাংলার সাহিত্যের সম্পর্ককে আরও নিবিড় ও সৌহার্দ্য করতে নানা উদ্যোগ নেয়ার আশা প্রকাশ করেন গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন দাদু ভাই।
জেবি