সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই নির্বাচন নিয়ে দুঃশ্চিন্তায় মার্কিনিরা ভিসানীতি প্রয়োগ করেছে। এটা যেন ঝিকে মেরে বউকে শেখানোর সামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে করে তাদের কাছে নতজানু হয়, তাদের ইন্দোপ্যাসিফিক নীতি মেনে নেয়, বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে। এ দেশের মানুষককে সপ্তম নৌবহর পাঠিয়ে ভয় দেখানো যায়নি। এই দেশের মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছেন। কারো হুকুম জারিতে নয়,এদেশের জনগণ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, শহীদ কমরেড আব্দুস সালাম আখ চাষিদের প্রাণের নেতা, শ্রমজীবী মানুষের নেতা। কমরেড আব্দুস সালামের অসমাপ্ত কাজ শেষ করতে লড়াই চালিয়ে যেতে হবে। আখ চাষিদের মৌলিক অধিকারে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবেন না। চাষিদের আখের বকেয়া টাকা ফিরিয়ে দিতে হবে। চিনিকলকে আধুনিকায়ন ও বহুমুখীকরণের মাধ্যমে চিনি উৎপাদন করলে চিনিকল লাভজনক হবে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে লালপুরের আখ চাষি নেতা শহীদ কমরেড আব্দুস সালামের স্মরণসভায় এ সব কথা বলেন।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য নুর আহমেদ বকুল, কেন্দ্রীয় নেতা পিয়ারুল ইসলাম, অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, শহীদ কমরেড আব্দুস সালামের ছোট ভাই শ্রমিক নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
জেবি