সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদম উপজেলায় সাতটি টোল পয়েন্টে ইজারা সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আবদুল হামিদ নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন মামলা দায়ের করেছে। ওই মামলার প্রেক্ষিতে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে উল্লেখিত সাতটি টোল পয়েন্ট ইজারা নিষ্পত্তি করতে নির্দেশনা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আইন শাখা।
গত ১৯ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আইন শাখার উপসচিব মো.আলাউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, টোলপ্লাজা ইজারা সংক্রান্ত মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন মামলায় গত ১৪ আগস্ট তারিখে শুনানি পরবর্তী আদেশের প্রেক্ষিতে সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে বান্দরবান জেলা পরিষদের আওতাধীন লামা আলীকদম নাইক্ষ্যংছড়ি উপজেলার সাতটি টোল পয়েন্টে প্রকাশ্যে দরপত্রের মাধ্যমে ইজারা প্রদানের বিষয়টি যথাযথভাবে নিষ্পত্তি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিট পিটিশনকারী বাদী আবদুল হামিদকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
উপসচিব মো. আলাউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করতে পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তাকে বিশেষ নির্দেশনা দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের টোলপ্লাজা ইজারা প্রদান সংক্রান্ত নীতিমালা মন্ত্রণালয়ে প্রেরণের জন্যও বলা হয়েছে।
এদিকে ২০২৩-২৪ অর্থবছরের ১অক্টোবর থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত মেয়াদের জন্য টোল পয়েন্ট ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। ১৯ সেপ্টেম্বর জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা স্বাক্ষরিত পত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। টোল পয়েন্টগুলোর মধ্যে রয়েছে নাইক্ষ্যংছড়ি থানা হাসপাতাল সংলগ্ন সড়কপথ, ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মানিকপুর সড়ক, আলীকদম-ফাঁসিয়াখালী সড়কে কুমারী বাজার সংলগ্ন সড়কপথ, লামা থানার অর্ন্তগত আজিজনুগর গজালিয়া রাস্তার মাথা সড়ক, ফাইতং এলাকাধীন বানিয়ারছড়া সংলগ্ন সড়কপথ ও সোনাইছড়ি খাল নদীপথ, সরই ইউনিয়নস্থ হাসনাভিটা বনবিট অফিস সংলগ্ন সড়ক পথ, ইয়াংছা খালের মুখ নদী পথ।
প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে টোল পয়েন্ট ইজারার নামে বাণিজ্যের অভিযোগ করেছেন একাধিক ব্যবসায়ীরা। একটি সিন্ডিকেট প্রতিবছর কম মূল্যে নিলাম দেখিয়ে ইজারা গ্রহীতাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ ভাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে হাইকোর্টে মামলা ও টোল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এখনো সেই আগের নিয়মে পয়েন্টগুলোতে টাকা উত্তোলন করা হচ্ছে।
জেবি