সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার মুরাদনগরে বজ্রাঘাতে আলম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আলম মিয়া ওই গ্রামের এয়াকুব আলীর ছেলে।
আকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শিমুল বিল্লাল বলেন, দুপুরে আলম মিয়া গরুর ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে যান। এ সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
এ বিষয়ে বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাইনি।
জেবি