সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের মাদারীপুর জেলা শাখার সভাপতি তুহিন দর্জি (৩৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শহরের সৈয়দারবালী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তুহিন দর্জিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার জাকির দর্জির ছেলে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, রাত ৮ টার দিকে তুহিন দর্জি ও তার এক বন্ধু শিমুল সৈয়দারবালী এলাকায় গেলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে ধাওয়া করে। এ সময় শিমুল পালিয়ে গেলেও তুহিনকে এলাপাতারী কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তুহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ওসি আরও জানান, এই ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পরবর্তীতে অভিযোগ পাওয়ার পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফএইচ