সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বজ্রপাতে মানুষ মারা গেলে সেই লাশ কবর থেকে উঠিয়ে নিয়ে যেত দুর্বৃত্তরা। এমন ঘটনা লোকমুখে শোনা গেলেও যারা স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন তাদের লাশ কবর থেকে উঠিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একই পরিবারের চারটি লাশ উঠিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা এমনটি দাবি পরিবার ও স্থানীয়দের।
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গোহালাকান্দা এলাকার ফকির বাড়ির পারিবারিক কবর স্থানে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, গত বুধবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা লাশ চুরি করে নিয়ে যায়। এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিভাবে, কেন এমন কাণ্ড ঘটেছে তাই এখন সাধারণ মানুষের প্রশ্ন।
সরজমিনে দেখা যায়, চারটি লাশের মধ্যে তিনটি লাশের হাড় সবগুলোই তুলে নিয়েছে এবং অন্য একটি লাশ অর্ধগলিত হওয়ায় শরীর রেখে মাথাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরিবার সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ফকির বাড়ির সদস্য জামিলা খাতুন, আনোয়ার কাশেম ফকির, ফাতেমা খাতুন ও মজনুর মায়ের মৃত্যু হয়। তাদের মৃত্যুর তিন বছরের মাথায় কবর থেকে তাদের লাশ চুরি হয়ে যায়। স্বাভাবিকভাবে মৃত্যুর পরও কেন কবর স্থান থেকে লাশ চুরি হলো এই প্রশ্ন এখন পরিবারের সদস্যদেরও। তারা আরও জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর রহস্য উদঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন এই আশা রাখছি।
রুহুল আমিন নামে একজন জানান, কবরস্থান থেকে লাশ চুরির ঘটনা প্রথমবার দেখলাম। এমন ঘটনা আমরা এর আগে শুনিনি বা দেখিনি। যে বা যারাই গর্হিত কাজটি করে থাকুক এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শ্যামগঞ্জ ফাঁড়ির তদন্ত পুলিশ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান জানান, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। সেইসঙ্গে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি