সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টাঙ্গাইলের কালিহাতীতে ৬ষ্ঠ শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার কোকডহড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫) একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। অভিযুক্ত ব্যবসায়ী নজরুলের স্ত্রীর বিরুদ্ধেও ধর্ষণে সহায়তা ও ভুক্তভোগীর ভাইকে হত্যার হুমকির অভিযোগ করেছেন কিশোরী। এ বিষয়ে কালিহাতী থানায় গত ১৮ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।
নির্যাতিতা ওই স্কুলছাত্রী বলেন, গত রমজানের মাঝামাঝিতে নজরুলের স্ত্রী কিছু পেঁয়াজ ও রসুনের খোসা ছাড়াতে তাকে ডাকেন। একটি কক্ষে খোসা ছাড়াতে দিয়ে সে আরও পেঁয়াজ-রসুন আনতে যান। এ সময় নজরুল রুমে ঢুকে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। সে সময় নজরুলের স্ত্রী বাড়িতে থাকলেও, তিনি বাধা না দিয়ে উল্টো আমার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বলে। রমজানের পরে আরও একবার ডেকে নিয়ে একই হুমকিতে দ্বিতীয়বার ধর্ষণ করে বলে অভিযোগ তার।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী, তার মা ও ভাই দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি করেন। ভুক্তভোগী কিশোরীর ভাই ও এলাকার অনেকে অভিযোগ করে বলেন, নজরুল ইসলাম ধনাঢ্য ও প্রভাবশালী হওয়ায় এলাকার নেতৃস্থানীয়রা মোটা অঙ্কের সুবিধা নিয়ে বিষয়টি ভিন্ন খাতে নেয়ার ও ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।
কোকডহড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক স্থানীয় রায়হান আলী খান রুনু বলেন, নজরুল দুই বিয়ে করলেও দুজনকেই তো সমঅধিকার দিয়েছেন। তিনি বলেন, ভুক্তভোগী কিশোরীর পরিবার ভালো না, তাদের তিন আত্মীয়-স্বজনের এরকম ঘটনাও আছে। স্থানীয় সামাজিক নেতৃবৃন্দরা বিষয়টি প্রতিকারের চেষ্টা করেছেন।
ভুক্তভোগীর প্রতিবেশী নুরুল ইসলাম, কালুসহ (৪১) বেশ কয়েকজন জন নারী ও পুরুষের সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত নজরুল ১০-১২ বছর আগে উপজেলা সদরে পোল্ট্রি ফিডের ব্যবসা করার সময় অনেকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে ঢাকায় নিজের নামে ট্রাফিক কমিশন ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করে সে। এতে সে অল্পদিনে বিপুল অর্থ-সম্পদের মালিক বনে যান। তারা জানান, ঢাকাতেও সে এরকম ঘটনা ঘটিয়ে দুটি বিয়ে করেছেন। আলাপকালে সকলেই ধর্ষণ ও অন্তঃসত্ত্বার বিষয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জানতে অভিযুক্ত নজরুল ইসলামের বাড়িতে গিয়েও পরিবারের কাউকে পাওয়া যায়নি। এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনও মন্তব্য করেননি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সালমা জাহান জানান, মেডিকেল পরীক্ষায় কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। মেয়েটি চারমাসের অন্তঃসত্ত্বা।
পুলিশের টাঙ্গাইল আদালত পরিদর্শক মো. তানভীর আহমেদ জানান, গতকাল বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকে জান্নাত রিপা কিশোরীর জবানবন্দি গ্রহণ করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কালিহাতী থানার উপপরিদর্শক মো. সাজ্জাদ জানান, আমরা অভিযুক্তকে আটকের চেষ্টা করছি। তাকে অতিদ্রুত সময়ে আটক করা সম্ভব হবে বলে আশা করছি। তার বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন থানায় মামলা হয়েছে।
জেবি