সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামে এক ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে আসা খোরশেদ আলমকে নগরীর চকবাজারের প্যারেড কর্নার এলাকার একটি বাসায় রোগী দেখার সময় আটক করে আদালত।
এইচএসসি পাস এই ভুয়া চিকিৎসককে ২ মাসের কারাদণ্ড, একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। মোহাম্মদ খোরশেদ আলম নিজেকে স্নায়ুরোগ, ডায়াবেটিস ও মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন।
নগরের জামাল খান এলাকার আল্ট্রা অ্যাসে নামক প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিয়মিত রোগীও দেখতেন তিনি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নগরের চকবাজারে প্যারেড কর্নার এলাকায় বাসায় গিয়ে একজন রোগী দেখতে আসেন অভিযুক্ত খেরশেদ আলম। এ সময় তার চিকিৎসাপত্র দেখে রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা পরিচিত এক চিকিৎসককে বিষয়টি জানান।
রোগীর পরিচিত ওই চিকিৎসক তাকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে জানান। অভিযোগ পেয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। এসময় ভুয়া ওই চিকিৎসক এইচএসসি পাস বলে স্বীকার করেন আদালতের কাছে।
জেবি