সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এতে বিদ্যালয়ের প্রায় আড়াই হাজার প্রাক্তন বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা ঘটে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে নগরের টাউন হল মাঠে রঙ্গিন বেলুল উড়িয়ে গৌরবের ১৫০ বছর আনন্দ র্যালি উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী সংরক্ষিত নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, সংরক্ষিত নারী সংসদ সদস্য আরমা দত্ত ।
নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি কুমিল্লা টাউন হল থেকে বের হয়ে বিদ্যালয় প্রাঙনে গিয়ে শেষ হয়। বিকেল চারটা পর্যন্ত চলবে আড্ডা, খাওয়া ও স্মৃতিচারণ, আলোচনা সভা।
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, ১৫০ বছর আগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে ফেলে আশা দিনগুলো স্মরণ করে শিক্ষার্থীদের মিলনমেলা আজ উৎসবে পরিণত হয়েছে।
জেবি