সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীর পরশুরাম উপজেলায় এক কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে মারধর করায় ক্ষোভে বিষপানে নুরুল আবছার (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী আধুনিক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুরুল আবছার উপজেলার চিথলিয়া ইউনিয়নের চন্দনা গ্রামের মো. ইউসুফের ছেলে। পেশায় তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।
নুরুল আবছারের বাবা মো. ইউসুফ জানান, দুপুরে রাজেষপুর গ্রামের নুর নবীর ছেলে মহিন ও তার চার-পাঁচজন সহযোগী মিলে এক কিশোরীকে উত্ত্যক্তের মিথ্যা অভিযোগে এনে আবছারকে মারধর করে। পরে আবছার ক্ষোভে নিজ বাড়িতে গিয়ে বিষপান করে। বাড়ির লোকজন তাকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে ফেনী আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আবছারের মৃত্যু হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন খাঁন বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আরএ