সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয় বলে জানিয়েছেন সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম (বাবুনগর) মাদ্রাসায় হেফাজত ইসলামের নবগঠিত কমিটির পরিচিতি সভায় এ কথা জানা তিনি।
বাবুনগরী বলেন, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয়। জাতীয় ও আঞ্চলিক নির্বাচনে আমাদের কোনো প্রার্থিতা নেই, প্রোপাগান্ডাও নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই। আমরা বারবার বলেছি, এখনো বলছি, কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো আমাদের এজেন্ডা নয়। হেফাজতের ব্যানারে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ নেই।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতে ইসলামের সংশ্লিষ্টতা নেই। রাজনীতির রঙ গায়ে মাখতে চায় না হেফাজত। এ ছাড়া হেফাজতে ইসলামের কারাবন্দি নেতাকর্মীসহ আলেমদের মুক্তির দাবি করেন তিনি।
বাবুনগরী আরও বলেন, এ দেশে মুসলমানদের ইমান-আকিদা ও ইসলামি তাহজিব-তমদ্দুন রক্ষার উদ্দেশে সংগঠনটি গঠিত হয়। তাই আমরা শুধু শিক্ষা, সংস্কৃতি ও তাহজিবের বিকাশ এবং নাস্তিক্যবাদের প্রতিরোধে কাজ করে যাব। ক্ষমতাকেন্দ্রিক কোনো ধরনের নৈতিক উচ্চাভিলাষ এই সংগঠনের নেই, যা আগেও বহুবার আমরা পরিষ্কার করে বলেছি।
তিনি বলেন, আমাদের কাজ সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক-অরাজনৈতিক সকল নাগরিকের কাছে দ্বীনের সহি দাওয়াত পৌঁছানো। এটিই আমাদের মূল দায়িত্ব। মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্ম অবমাননা ও কটূক্তির সব প্রয়াস বন্ধ করে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এফএইচ