দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ শহরের বাইপাস সড়কের রামগঞ্জ টাওয়ারের আন্ডারগ্রাউন্ড থেকে মরিয়ম বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মরিয়ম রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মালেক হাজী বাড়ির মনির হোসেনের (মনু মিয়ার) দ্বিতীয় স্ত্রী।
মরিয়ম ঐ মার্কেটের চতুর্থ তলায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে কোঃ লিঃ এ নিজ নামের বীমার বাৎসরিক প্রিমিয়ামের টাকা জমা দিতে এসেছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
নিহতের স্বামী মনু মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে আমার ছোট ছেলেসহ বীমার টাকা জমা দিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে কোঃ লিঃ এর রামগঞ্জ অফিসে আসে মরিয়ম। বিকেল ৪টার দিকে আমার স্ত্রীর মোবাইল থেকে বীমা কোম্পানির একজন লোক আমার মোবাইলে কল দিয়ে স্ত্রী বাড়িতে গেছে কিনা জানতে চান। এ সময় তারা জানায় ছোট একটি ছেলে অফিসে বসে আছে। এ খবর পেয়ে আমি ছুটে আসি। পরে বীমা কোম্পানির লোকজনসহ খুঁজতে গিয়ে ওই ভবনের আন্ডারগ্রাউন্ডে উপুড় অবস্থায় আমার স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, রামগঞ্জ টাওয়ারের আন্ডারগ্রাউন্ড থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেবি