সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজশাহী মহানগরীতে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৬ বস্তা বই জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে গেছেন।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে দুটি রিকশায় করে নিয়ে যাওয়ার সময় নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে বইগুলো জব্দ করা হয়।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, নগরীর সিঅ্যান্ডবি থেকে দুটি রিকশায় চালকসহ মোট চারজন সরকারি বই বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা বই বিক্রির বিষয়টি বুঝতে পেরে রিকশা দুটি আটকে রেখেছিলেন। পরে পুলিশ গিয়ে বইগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজন রিকশাচালককে থানায় নেওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি রফিকুল হক আরও জানান, সরকারি বই বিক্রি করা নিষিদ্ধ। বইগুলো কোন স্কুলের তার খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলামকে জানানো হয়েছে। কোন স্কুল থেকে বইগুলো এসেছিল তা জানতে পারলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
জেবি