সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউপির গান্দাচী মধ্যপাড়ার মৃত সুরুজ মিয়ার ছেলে মোহাম্মদ আলীর মালিকানাধীন সীমানা প্রাচীর ঘেরা জায়গা জোরপূর্বক দেওয়াল ভেঙে দখল করে নেওয়ার পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের মোস্তফার ছেলে মহসিন, ফরিদ ও মুসলিমের ছেলে দুলাল গংদের বিরুদ্ধে।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গড্ডা ইউপির গান্দাছি গ্রামের মোহাম্মদ আলী গান্দাছি মৌজায় কয়েকটি সাফ কবলা দলিল মূলে সাবেক ২০২ হালে ৩২৭ দাগে ৬৩ শতক আন্দরে ১৭.৭৫ শতক জমিন ২০০৮ সাল থেকে ক্রয় সূত্রে মালিক ও দখলদার হন। কিন্তু একই গ্রামের মহসিন ও দুলাল গং জায়গাটি তাদের দাবি করে দখল করে নেওয়ার পায়তারা করে আসছিল।
বৃহস্পতিবার সকালে মহসিন, দুলাল হাসানুজ্জামান, সুমন, রবিউল হক, ইউনুসহ ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রসহ বেকু নিয়ে জায়গাটি দখল করে অতর্কিতভাবে ভাঙচুর চালায়।
নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙচুরকারীদের থামান।
জায়গার মালিক মোহাম্মদ আলী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তার জমি রক্ষা ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন।
এ বিষয়ে মহসিনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে ফরিদ উদ্দিন বলেন, এটা আমাদের জায়গা। সে ২০১৩ সালে কোর্টের মাধ্যমে নিয়ে যায়। সে কোনো জায়গার মালিক না, সে মধুর আলী বা বাদশা মিয়ারও কিছু না।
বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, অনেক দিন আগে থেকে জায়গাটা নিয়ে মোহাম্মদ কাকার সঙ্গে ঝামেলা। কাগজপত্র অনুযায়ী সালিশে ২০১১ সালে মোহাম্মদ কাকার পক্ষে রায় হয়। কিন্তু প্রতিপক্ষের নামে বিএস খতিয়ান হওয়ায় মোহাম্মদ কাকা এ নিয়ে মামলা করেন। মামলা প্রক্রিয়াধীন আছে এতটুকুই জানি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন,খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। কাজ বন্ধ রাখা হয়েছে। যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি