সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে রাজাকার বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। তিনি বলেন, কাজী জাফরউল্লাহ সাহেব আপনি পাকিস্তানের সেনাবাহিনীদের খাদ্য সাপ্লাই দিয়েছেন, আপনার সেই খাদ্য খেয়ে পাকিস্তানিরা আমার মা বোনদের ইজ্জত নিয়েছে। আপনি তো বড় রাজাকার ছিলেন।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, আমি করোনার সময় পরিবারের কথা চিন্তা না করে জনগণের পাশে ছিলাম, আর আপনি তো করোনার সময় দুই বছর ঘরের মধ্যে লুকিয়ে ছিলেন। জনগণকে কীভাবে ভালোবাসতে হয় সেবা করতে হয় তা আপনার জানা নেই।
তিনি বলেন, জাফরউল্লাহ সাহেব আপনি নৌকা নৌকা করেন, নৌকা কি শেখ হাসিনা আপনাকে দিয়েছে। আপনাকে এখনও নৌকা দেয় নাই, ইনশাআল্লাহ এবার নৌকা আমরা পাব। আপনি বলেন যে ওপরের নির্দেশে করোনার সময় ঘর থেকে বের হন নাই, করোনাকালে জীবনের মায়া ত্যাগ করে আমি প্রতিটা মুহূর্ত আপনাদের পাশে ছিলাম। আপনি ভয়ে ঘর থেকে বের হন নাই, আর আপনি বড় বড় কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, কাজী সাহেব আপনি বিগত দিনে অনেক ধমক-ভয় দেখাইছেন, আর না। এবার যদি কিছু বলেন ভাঙ্গায় আপনাকে এক মিনিটও দাঁড়াইতে দেব না। ভাঙ্গার জনগণ আপনাকে দেখিয়ে দেবে যে নিক্সন চৌধুরী কী জিনিস।
উল্লেখ্য, সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলায় এক অনুষ্ঠানে কাজী জাফরউল্লাহ রাজাকার বলেছিলেন এমপি নিক্সন।
আরএ