সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নওগাঁয় চার দিনব্যাপী কত্থক নৃত্যের ওপর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। নওগাঁর নৃত্য বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্জলি একাডেমি এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
নৃত্যাঞ্জলি একাডেমির পরিচালক মো. শহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যাঞ্জলি একাডেমি উপদেষ্টা ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন।
কর্মশালায় কলকাতার বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক ড. মানব পাড়ই চার দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে আছেন। এ সময় অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় নৃত্যাঞ্জলি একাডেমির ৩০ জন নৃত্য প্রশিক্ষনার্থী কর্মশালায় অংশগ্রহণ করছে এবং তা চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
জেবি