সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল প্রজাতির অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির দৈঘ্য ৮ ফুট এবং এর ওজন ১০ কেজি।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ কাপ্তাই জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করেন। এ সময় কাপ্তাই বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সকালে রাঙামাটি রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশের ঝোপের মধ্যে থেকে এই বিরল প্রজাতির অজগর উদ্ধার করা হয়। সাপটি উদ্ধার করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. সাইফুল। পরবর্তীতে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) সহযোগিতায় রাঙামাটি বনবিভাগের কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়।
জেবি