সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লক্ষ্মীপুরের রামগঞ্জে লাইসেন্স বিহীন অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রির ও মূল্য তালিকা না থাকায় ৪ দোকানের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রামগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন এ অর্থদণ্ড দেন। এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন উপস্থিত ছিলেন।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেখ ডিপার্টমেন্টাল স্টোরের ৫ হাজার, মেসার্স ভূঁইয়া গ্রোসারীর ৫ হাজার, মেসার্স তানভীর ট্রেডার্সের ২০ হাজার ও আরও একটি দোকানের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন জানান, রামগঞ্জ বাজারে এলপিজি গ্যাসের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের সময় এলপিজি গ্যাস বিক্রির লাইসেন্স না থাকায় দুই দোকানের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪টি মামলায় এ অর্থদণ্ড করা হয়। বাজারদর নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।
এফএইচ