সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করেছেন ১৪ দলীয় জোটের শরীক ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি। তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি যতবার বলে, ততবারই দাম বাড়ে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ নির্বাচনী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় এ দাবি করেন তিনি।
নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আজ দ্রব্যমূল্যের কী অবস্থা? একটা ডিম কিনে খাওয়ার উপায় আছে? বাণিজ্যমন্ত্রী আলুর দাম বেঁধে দিয়েছেন; কিন্তু তার কথা কেউ শুনছেন না। আমার মনে হয়, বাণিজ্যমন্ত্রীর নিজের পদত্যাগ করা উচিত। আমি বাণিজ্যমন্ত্রী হলে তো পদত্যাগ করতাম।
ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, আমার টিপু মুনশির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সরকারের বিরুদ্ধেও নেই। অভিযোগ এক সিন্ডিকেটের বিরুদ্ধে। বড়জোর ১২ থেকে ১৫ জন বা ২০ জনের সিন্ডিকেট, তাদের কাছে গোটা দেশ জিন্মি। এদের সবাই চেনে; কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, শুধু বর্তমান সরকার নয়, কোনো সরকার কখনও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।
এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুকন্যা। আপনি অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। সে জায়গায় সিন্ডিকেটের কয়েকজনকে ভয় পাওয়ার কারণটা কী? আপনার কোনো মন্ত্রী বা কেউ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে তাদের বের করে দেন। সিন্ডিকেটের দুই–তিনজনকে গ্রেপ্তার করেন।
সিন্ডিকেট ব্যবসায়ীরা বিএনপিকেও চাঁদা দেয় দাবি করে নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, স্বচ্ছতা যদি আনতে হয় সরকারকেও আনতে হবে, বিরোধীদলকেও আনতে হবে। এই সিন্ডিকেটে যারা আছে, তারা বিএনপিসহ বিরোধীদলকে মাসে চাঁদা দেয়। বিএনপি এ পর্যন্ত কোনো সিন্ডিকেটের নাম নিয়েছে? নেয়নি। জামায়াত নিয়েছে? আওয়ামী লীগ নাম নিয়েছে? নেয়নি। জাতীয় পার্টি কারো নাম নিয়েছে? নেয় নাই। আমি নিচ্ছি না। আমি নিলে বলবে। কিন্তু আমি চাঁদা নিচ্ছি না। কারণ আমি ওদের মতো বড় দল নই।
আরএ