সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরের শ্রীবরদীতে পুলিশের অভিযানে ৬৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য করা উদ্ধার হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তের পাহাড়ি এলাকা খারামোরা গ্রামের সোমেশ্বরী নদীর পাড় ও সড়কের পাশের বালুর নিচে থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পরে ১৯ সেপ্টেম্বর মঙ্গলনার দুপুরে থানা কম্পাউন্ডের সেমিনার কক্ষে এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে এসআই রাশেদুল ইসলাম, এএসআই বিপুল রহমান, এএসআই জুবায়েল খান ও কনস্টেবল মোশাররফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলার সীমান্ত এলাকা খারামোরা গ্রামের সোমেশ্বরী নদীর পাড়ে ও রাস্তার পাশে বালুর নিচে পরিত্যক্ত অবস্থায় ৬৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে স্ট্রেলিং রিসার্ভ ২০ বোতল, রয়েল ২৭ বোতল ও মিউজিক মোমেন্ট ১৭ বোতল রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। এসব মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেবি