সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান বলেছেন, দেশে পর্যাপ্ত আলুর মজুদ থাকার পরেও বিভিন্ন অযুহাতে একশ্রেণির মধ্যস্বত্বভোগী ও ফঁড়িয়া চক্রের সদস্যরা আলুর দাম বাড়াচ্ছে, যা হলুদ কাগজ আর মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে। দুই তিন দিনের মধ্যে আলুর বাজার নিয়ন্ত্রণে না আসলে প্রয়োজনে আমদানির সুপারিশ করা হবে। এছাড়াও দেশব্যাপী অবৈধভাবে আলু মজুদকারীদের তালিকা প্রস্তুতে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বগুড়ার শিবগঞ্জে বিভিন্ন আলুর হিমাগারে পরিদর্শন শেষে বিকেলে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলু ব্যবসায়ী ও হিমাগার মালিকদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সর্বোচ্চ এই কর্তা বলেন, হিমাগারের সকল খরচ ধরেও প্রতি কেজি আলুর দাম ১৭ টাকার বেশি হবে না যদি ব্যবসায়ীরা ২২ থেকে ২৩ টাকাতেও বিক্রি করে তাও তাদের লস হবে না। কিন্তু কোল্ড স্টোরেজ থেকেই বিভিন্ন ফঁড়িয়া চক্রের মাধ্যমে আলু বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায় যা কোনোভাবেই মানা হবে না। বিভিন্ন অজুহাতে যারা দাম বাড়াচ্ছে এবং অবৈধভাবে মজুদ করছে তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকার নির্ধারিত দামেই বিক্রি করতে হবে আলু যার হিমাগার পর্যায়ে সর্বোচ্চ মূল্য হবে ২৭ টাকা।
সভায় বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, গত মৌসুমে শুধুমাত্র বগুড়াতে ১২ লাখ ২৪ হাজার মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে আর পেঁয়াজ উৎপাদন হয়েছে ৪১ হাজার ৩৪২ মেট্রিক টন। চাহিদার থেকে বেশি মজুদ আছে জেলায়, তারপরেও দাম নিয়ে নয় ছয় হলে আইনের প্রয়োগ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি মাহফুজুল ইসলাম রাজ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আলুর বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ।
জেবি