সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার বরুড়ায় চাঞ্চল্যকর আব্দুস সাত্তার হত্যা মামলার ৫ আসামিকে দাউদকান্দি এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাবের একটি যৌথ দল।
গত ১ সেপ্টেম্বর বরুড়া জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৫৫) খুন হয়। বাদীর দায়েরকৃত এজাহারের মাধ্যমে জানা যায় যে, বরুড়া থানার জালগাঁও গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের (৫৫) সঙ্গে গ্রেপ্তারকৃত আসামিদের জমিসংক্রান্ত বিরোধ চলতে থাকে।
এরই জের ধরে গত ১ সেপ্টেম্বর তার নিজ জমিতে চাষাবাদ করতে গেলে গ্রেপ্তারকৃত আসামিরা ও সঙ্গে থাকা অন্য পলাতক আসামিরা লাঠিসোঠা দিয়ে হত্যার উদ্দেশে নির্মমভাবে মাথায় আঘাত করে। এর ফলে মাটিতে লুটিয়ে পড়েন সাত্তার। এ সময় অন্যান্য আসামিরা তাদের সঙ্গে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে।
বাঁচার আশায় সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একটি কচু ক্ষেতের জলার মধ্যে উপস্থিত হলে গ্রেপ্তারকৃত আসামি ইমন, রাজ্জাক ও আজাদ তাদের সঙ্গে লাঠি দিয়ে পিটিয়ে সাত্তারের বাম পা ভেঙে দেয় এবং চাকু দিয়ে আঘাত করে ভিকটিমের সাত্তাররে দুই পায়ের হাঁটুর নিচে ছিদ্র করে ফেলে।
সাত্তাররে মৃত্যু নিশ্চিত জেনে আসামিরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সাত্তাররে স্ত্রীসহ অন্যান্য লোকজন ঘটনাস্থল হতে উদ্ধার করে সিএনজি যোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে সাত্তারের স্ত্রী রোশন আরা বেগম (৪০) বাদী হয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা করেন।
এ ঘটনার প্রেক্ষিতে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে র্যাব মাঠ পর্যায়ে ছায়াতদন্ত শুরু করে। ছায়াতদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-১১ ও র্যাব-২ এর একটি যৌথ দল গত ১৮ সেপ্টেম্বর দাউদকান্দি থানার টোল প্লাজা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে এই হত্যা মামলার আসামি ইমন (২০), আব্দুর রাজ্জাক (৪৫), সেকান্দার আলী (৬০), জয়নাল (৪৬) ও আজাদকে (৪০) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
জেবি