সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী থেকে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাঘাইর মাছ।
মাছটি উপজেলার ঝিটকা বাজারে ১২ শত টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। পদ্মা নদীর বড় মাছ খেতে অনেক সুস্বাদু হওয়া শৌখিন ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ে বাজারে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঝিটকা বাজারে বিক্রির জন্য মাছটি নিয়ে আসেন উপজেলার সাটি নাওদা গ্রামের জেলে আইয়ূব আলী।
ঝিটকা মাছ বাজার কমিটি জানায়, দীর্ঘদিন পর ঝিটকা বাজারে এতো বড় পদ্মা নদীর সুস্বাদু বাঘাইর মাছ উঠেছে। এমন বড় বাঘাইর মাছ সচারাচর বাজারে দেখা যায় না। মাছটি অনেক বড় এবং দাম বেশি হওয়ায় সেটাকে কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে।
জেলে আইয়ূব আলী জানান, ‘গতকাল রাতে পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের এই বাঘাইর মাছটি আমার জালে ধরা পড়ে। মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা না পাওয়ায় কেটে প্রতি কেজি ১২ শত টাকা করে বিক্রি করেছি। সব মিলে মাছটি বিক্রি করে ৩০ হাজার টাকা পেয়েছি।’
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী বলেন, হরিরামপুরের পদ্মা নদী মাছের প্রজননের একটা জায়গা বলে এখানে মাঝে মাঝেই বড় বড় মাছ জালে ধরা পড়ে। এ সময়ে পদ্মায় বোয়াল, কাতল, চিতল, আইড়,বাঘাইরসহ অনেক বড় বড় মাছ ধরা পরে। আজ সকালে জেলে আইয়ূব আলী পদ্মা নদী থেকে ২৫ কেজি ওজনের বাঘাইর মাছ ধরেছে এবং সেটি ঝিটকা বাজারে কেটে ১২শত টাকা কেজি দরে বিক্রি করেছে বলে জেনেছি।
জেবি