সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নওগাঁয় মাদকদ্রব্য বহনের দায়ে এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোছা. মর্জিনা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন সদর থানার হাকিমপুর ক্লাব পাড়ার মো. জহুরুল ইসলামের স্ত্রী।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সকাল অনুমান ১০টার সময় পোরশা উপজেলার সড়াইগাছি নামক স্থানে একটি যাত্রীবাী বাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তল্লাশি চালায়। এ সময় সন্দেহ হলে ওই বাসের যাত্রী মর্জিনা বেগমের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
মর্জিনা বেগম অবৈধভাবে বিক্রির জন্য হেরোইন তার হাত ব্যাগের মধ্যে বিশেষভাবে সংরক্ষণ করে বহন করছিল। এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা দায়ের করে আসামিকে থানায় সোপর্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মামলাটির তদন্ত সম্পন্ন হয়। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ গত ২০২১ সালের ২১ মার্চ আসামি মর্জিনা বেগমের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে তা বিচারের জন্য আদালতে দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।
নওগাঁ জেলা ও দায়রা জজ কোর্টের রাষ্ট্রপক্ষে পি পি অ্যাডভোকেট আব্দুল খালেক এবং আসামিপক্ষে অ্যাডভোকেট শুভ্র সাহা মামলাটি পরিচালনা করেন।
জেবি