সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের সাতটি থানায় মোবাইল ফোন চুরি, ছিনতাই এবং হারানোর অভিযোগের বিষয়ে তদন্ত ও অভিযান পরিচালনা করে ৬৭ টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সুপার গোলাম আজাদ খান তার সম্মেলন কক্ষে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো ৬৭ জন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।
পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান, গত ১ সেপ্টেম্বর হতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার অভ্যন্তরে ও জেলার বাইরে অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় এই মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
এদিকে হারানো ফোন হাতে পেয়ে খুশি ভুক্তভোগীরা। তারা জেলা পুলিশের এমন উদ্যোগ ও আন্তরিকতাকে সাধুবাদ জানিয়েছেন।
এইউ