সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ বিক্রয় নিষিদ্ধ স্যাম্পুল ওষুধ বিক্রির অভিযোগে একটি ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ অভিযান চালায় চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, আজ দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কার্পাসডাঙ্গা বাজারের মেসার্স ঔষধ বিতান ফার্মেসিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়।
এছাড়া কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয় এবং একই প্যাকেটের মধ্যে ভালো ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মিশিয়ে বিক্রয়ের প্রমান পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক এমদাদুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কার্পাসডাঙ্গা বাজারের আলু, পেঁয়াজ, ডিম সবজিসহ পাইকারি আড়ত ও খুচরা বাজার তদারকি করা হয়। ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন ও সরকারের নির্ধারিত দাম বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জেবি