সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গায় এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের অভিযুক্ত ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শাকিল আরাফাতের শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। একইসঙ্গে এ সময় ওই শিক্ষকের বিরুদ্ধে নানান অভিযোগ করে তারা। এদিকে ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক শাকিল আরাফাতের কাছে তার ভাড়া বাসায় প্রাইভেট পড়তো একই স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রী। সকালে প্রাইভেট পড়ে আসার সময় অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী ছাত্রীকে ৮ম শ্রেণির ছাত্রীদের কিছু খাতা দেখে দেওয়ার জন্য সকাল সাড়ে ছয়টার সময় আসতে বলেন।
ওই ছাত্রী শিক্ষকের কথা মতো সকালে তার বাসায় যায়। সকালে বাসায় কেউ না থাকার সুযোগে ছাত্রীকে তার বেডরুমে নিয়ে যেয়ে শ্লীলতহানির চেষ্টা করেন। একপর্যায়ে ভুক্তভোগী ছাত্রী প্রতিরোধ সৃষ্টি করে শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলে ঘর থেকে বেরিয়ে পালিয়ে আসে। পরে ভুক্তভোগী ছাত্রীর বাবা চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক শাকিল আরাফাতকে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় আজ ওই স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি দাবিতে বিক্ষোভ করে। পরে চুয়াডাঙ্গা জেলা প্রাশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।
এ সময় ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এ সময় কারা বলেন, এর আগেও ঐ ক্ষিক অনেক ছাত্রীকে শ্লীলতাহানি করেছে। তারা সন্মানের ভয়ে কেউ মুখ খোলেনি।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই অতিরিক্ত জেলা প্রাশসকের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আশা করি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
গ্রেপ্তার শিক্ষক শাকিল আরাফাত ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মাহাব্বুর রহমান কাজল।
জেবি