সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের আলোচিত বিএনপি নেতা ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জাতির কাছে বেঈমান হিসেবে গণ্য হবেন বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের স্থানীয় এক গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও ক্লিপে তাকে এমন মন্তব্য করতে দেখা যায়।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, মীর জাফরের মতোই কাজ করছেন তৈমুর। শুধুমাত্র নিজের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়েই তিনি এ কাজটা করছেন তিনি। এটার মাধ্যমে তিনি সারাজীবনের জন্য শুধু দলের কাছে নয়, জাতির কাছে বেইমান হিসেবে গণ্য হবেন। ব্যক্তিগতভাবে নারায়ণগঞ্জ বিএনপিতে তৈমূর আলম খন্দকারের কোনো বলয় ছিল না। তিনি দলের ওপর ভিত্তি করেই বলয় তৈরি করেছিলেন। যেহেতু তিনি এখন দলে নেই সে হিসেবে এখন তার কোনো বলয়ও থাকবে না।
তিনি বলেন, বিএনপি একটি সর্ববৃহৎ দল। যেখানে ৮৫ শতাংশের বেশি বিএনপির সমর্থক। এর মধ্যে তৈমুর আলম খন্দকারের মতো একজন অথবা তার মতো ১০০ লোকও যদি দল ছেড়ে গেলেও কিছু আসে যায় না। তারা গিয়ে জনবিছিন্ন হয়ে পড়বে। এরকম জনবিছিন্ন মানুষ আগেও ছিল অথবা ভবিষ্যতে আরও বেশি হয়ে যাবে।
তৈমুর একজন ভোটার হিসেবে থাকতে পারতেন উল্লেখ করে দিপু বলেন, তৈমূর আলম খন্দকার সাহেব সম্পর্কে আমি যতটুকু জানি শুধু তিনি না যাদের ক্ষমতার লোভ বেশি কিংবা টাকাকে গুরুত্ব দেয় তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। তৈমূর আলম খন্দকার একসময় বিএনপি থেকে অনেক কিছু পেয়েছেন। দল তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বানিয়েছে বিআরটিসির চেয়ারম্যান বানিয়েছে এত কিছুর পরেও দলের দুঃসময়ে দলকে দিতে পারুক অথবা না পারুক দলের একজন ভোটার হিসেবে থাকতে পারতেন। কিন্তু তিনি দল ছেড়ে চলে যাচ্ছেন।
উল্লেখ্য, বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল তৃণমূল বিএনপির প্রথম সম্মেলনের দিন আনুষ্ঠানিকভাবে এই দলটিতে যোগ দিয়েছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। যিনি ২০২২ সালের ১৬ জানুয়ারিতে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কার হয়েছিলেন।
আরএ