সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝালকাঠির নলছিটি উপজেলায় ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নলছিটি উপজেলার টিঅ্যান্ডটি এলাকায় তদারকি অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় ৩০ হাজার টাকা এবং দুই ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। অভিযানকালে নলছিটি থানার একটি টিম উপস্থিত ছিল।
সাফিয়া সুলতানা বলেন, বাজার তদারকি অভিযানে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
জেবি