সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দিনাজপুরের হিলি স্থলবন্দরের বিভিন্ন আড়তে পচে যাচ্ছে পেঁয়াজ। আমাদনিকারকরা প্রকার ভেদে এসব পেঁয়াজ বিক্রি করছেন ১০ থেকে ৪৫ টাকা কেজি দরে।
বুধবার (২৩ আগস্ট) সকালে হিলি বন্দরের পেঁয়াজ আমদানিকারক মনোয়ার হোসেন চৌধুরীর আড়তে গিয়ে দেখা যায়, পচা পেঁয়াজ মাটিতে বিছিয়ে রাখা হয়েছে। আবার কিছু বস্তার পেঁয়াজ পচে দুর্গন্ধ বের হচ্ছে।
জানা গেছে, গত শনিবার ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তাতে বেশি দামে পেঁয়াজ আমদানি করতে হবে আমদানিকারকদের। তাই বেশি লাভের আশায় পূর্বের আমদানিকৃত পেঁয়াজ অনেক আমদানিকারকরা মজুদ করে রাখেন। অতি গরমে এসব মজুদকৃত পেঁয়াজ পচে যাচ্ছে।
এদিকে, হিলির খুচরা বাজার ঘুরে দেখা যায়, পাইকারি ব্যবসায়ীরা ৪৫ টাকা কেজি দরে আমদানিকারকদের কাছ থেকে কিনছেন। আর খুচরা ব্যবসায়ীরা তা বিক্রি করছেন ৪৮ থেকে ৫০ টাকা কেজিতে।
হিলি বন্দর আড়তে পেঁয়াজ কিনতে আসা একজন পাইকার বলেন, পেঁয়াজ কিনতে আসছি। ৪৫ টাকা কেজি দাম চাচ্ছে। পেঁয়াজের অবস্থা ভালো না। নষ্ট পেঁয়াজের দাম কম। দেখে-শুনে কিনতে হবে।
হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শাহা আলম বলেন, বাজারে পেঁয়াজের বেচাবিক্রি কমে গেছে। পেঁয়াজের কোয়ালিটিও ভালো না। আমরা ৪৫ টাকা কেজি কিনে তা ৪৫ টাকা দরে পাইকারি বিক্রি করছি। পেঁয়াজ পচে যাচ্ছে। বর্তমান এসব নষ্ট পেঁয়াজ ১০ টাকা ১৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। ভালো মানের পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জেবি